বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে 'বোর্ড অফ পিস' গঠন করেছেন।
সুইজারল্যান্ডের ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এই বোর্ডের সনদ স্বাক্ষরিত হয়।
গাজা যুদ্ধবিরতি এবং বৈশ্বিক সংকট নিরসনে 'বোর্ড অফ পিস' নামে একটি নতুন আন্তর্জাতিক বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ড পূর্ণাঙ্গ রূপ পেলে জাতিসংঘের সঙ্গে মিলে যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি জানান। ট্রাম্পের মতে, জাতিসংঘের বিশাল সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তার সঠিক ব্যবহার হয়নি।
নিজেই এই বোর্ডের সভাপতিত্ব করবেন উল্লেখ করে ট্রাম্প বিশ্বের কয়েক ডজন নেতাকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে গাজা যুদ্ধবিরতির গণ্ডি পেরিয়ে এই বোর্ডের পরিধি আরও বিস্তৃত করার ট্রাম্পের পরিকল্পনা নিয়ে কূটনৈতিক মহলে কিছুটা সংশয় দেখা দিয়েছে।
অনেকেই আশঙ্কা করছেন, এটি আন্তর্জাতিক কূটনীতি ও সংঘাত নিরসনের মূল কেন্দ্র হিসেবে জাতিসংঘের গুরুত্বকে কমিয়ে দিতে পারে।
ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার এবং উদীয়মান দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই বোর্ডে যোগ দিয়েছে। তবে পশ্চিমা মিত্র ও বিশ্বের প্রধান শক্তিগুলো এখন পর্যন্ত বেশ সতর্ক অবস্থান নিয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোকে এই বোর্ডে যোগ দিতে হলে ১ বিলিয়ন ডলার করে তহবিল প্রদান করতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বোর্ডে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি বিবেচনা করছে, তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনিদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া রুশ সম্পদ থেকে ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ফ্রান্স এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং যুক্তরাজ্য বর্তমান পরিস্থিতিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: রয়টার্স
এমআর/টিএ