জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার সকালে গাইবান্ধা এবং বিকেলে সিরাজগঞ্জে আসবেন। সকালে তিনি গাইবান্ধার পলাশবাড়ীতে আসবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাঁর এই গাইবান্ধা সফর উপলক্ষে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে জামায়াতের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলা শহরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে শনিবার বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশ শেষে জামায়াত আমির উল্লাপাড়ায় সরকারি এম আকবর আলী কলেজ মাঠে পথসভায় অংশ নেবেন। এরপর তিনি পাবনার উদ্দেশে রওনা হবেন।
এই উপলক্ষে গতকাল বিকেলে জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করেন এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।