গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সাঘাটা উপজেলার কচুয়া ও পদুমশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কচুয়া ইউনিয়নে নির্বাচনী লিফলেট বিতরণ শেষে নিশাদের কর্মীরা একটি বাজারে চা খাচ্ছিলেন। এ সময় একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রায় একই সময়ে পদুমশহর এলাকায় একটি বাসায় নির্বাচনী মতবিনিময় সভা চলাকালীন বাইরে রাখা পাঁচটি মোটরসাইকেল পুরোপুরি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক জেলা সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ বলেন, 'বিএনপি প্রার্থী ফারুক আলমের সমর্থক ও উপজেলা বিএনপির সদস্য সচিব তুলিপ তার বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা আমার ১০ জন সমর্থককে আহত করেছে এবং ১০-১২টি মোটরসাইকেল ভেঙে ফেলেছে। এ ঘটনায় আমি আজ (শনিবার) সকালে সাঘাটা থানা এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করব।'
অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী ফারুক আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা বিচারক তানজির হোসেন জানান, হামলার বিষয়টি তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/এসএন