জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছিল ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য। তবে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। ১১ দলীর আসন সমঝোতার সেই জোট হয়ে যায় ১০ দলের।

আবারও আসন সমঝোতার এই জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’ জোটে পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ইসলামী আন্দোলন নয়, জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার বক্তব্যে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। খোদ বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান এমন ইঙ্গিতই দিয়েছেন দেশের একটি গণমাধ্যমকে।

১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। এমন কথা চাউর হয়েছে। আপনারা কী সত্যিই যাচ্ছেন? জানতে চাইলে ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, কথাবার্তা চলছে।

তিনি বলেন, আমি নিজে নির্বাচনে এবার নেই, তবে আমাদের দলীয় ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন নিয়ে ওইভাবে এখন কিছু করা সম্ভব না। হয়ত একটা ফরমেটে..। ১০ দলীয় জোটে যাওয়ার কথাবার্তা হচ্ছে। দেখি আপনারা জানতে পারবেন। হয়ত আজকে (শুক্রবার) বা কাল জানতে পারবেন।

মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে যদি যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানবো।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নেয় ইসলামপন্থি দলগুলোর ঐক্য নিয়ে। বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ৫ আগস্টের পর শীর্ষ নেতারা ইসলামপন্থিদের এক হয়ে নির্বাচন করার কথা বলেন।

২০২৫ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় কর্মী সমাবেশের উদ্দেশ্যে বরিশাল সফর করেন। সফরকালে চরমোনাইর পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। 

পরবর্তীতে যৌথ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের ‘ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কী না’ প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেছিলেন, ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দল নিয়ে গঠিত জোটের পথচলা শুরু হয়।

বাকি দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

প্রথমে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে আট দলের ব্যানারে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের পূর্বে গণভোট, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে শেষমুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বিদায় নেয়।

১১ দলের আসন সমঝোতার জোট হয়ে যায় ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট। যেখানে ইসলামী আন্দোলন ব্যতীত নেতৃত্বের আসনে এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তবে ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই নতুন জোট সঙ্গীর কথাবার্তা চলছিল। আবারো ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’ জোটে পরিণত হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটটি।
 
তবে, শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোট হবে বলে জানিয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় হামিদুর রহমান আযাদ বলেন, আজ দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল... আমি আগাম ঘোষণা দিলাম, কাল আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।

যদিও তিনি তার বক্তৃতায় বলেনি, কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দেশের একটি গণমাধ্যমকে বলেন, কথাবার্তা হচ্ছে। ১০ দলীয় জোট বড় হচ্ছে। অন্তত একটা দল তো নিশ্চিত জোটে যুক্ত হচ্ছেন।

প্রচারণা শুরু হয়ে গেছে। এখন কীভাবে জোট? জানতে চাইলে তিনি বলেন, এখন তো বাস্তবিক আসন সমঝোতা সম্ভব হবে না। তবে ভিন্ন কৌশলে সেটা করা সম্ভব। আবার রাজনৈতিক সমঝোতাও হতে পারে। আপনারা অপেক্ষা করেন, ম্যাসেজ পেয়ে যাবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই প্রক্রিয়া, মনোনয়নপত্র বাতিল, আপিল ও আপিল নিষ্পত্তি শেষ হয়েছে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল, সেটি শেষ হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দও দিয়েছে নির্বাচন কমিশন। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে গণভোট।

আনুষ্ঠানিক প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরুর পর ব্যস্ত সময় পার করছেন অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও এবার ‘১০ দলীয় নির্বাচনী ঐক‍্য’ জোটে সেরকম কাউকে সামনে রাখা হয়নি।

এই নির্বাচনে প্রার্থী প্রায় দুই হাজার। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন হয়েছিল ‘১০ দলীয় নির্বাচনী ঐক‍্য’।

এমআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটাররা কেন নয়? প্রশ্ন মনোজ তিওয়ারির Jan 24, 2026
img
দীর্ঘ বিরতি ভেঙে নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস! Jan 24, 2026
img
সেলেনার বিয়ের কেক ভুল করে কেটে ফেলেন অভিনেতা! Jan 24, 2026
img
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা কুমার শানুর Jan 24, 2026
img
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ৭ জনের, নিখোঁজ ৮২ Jan 24, 2026
img
শরীরের গঠন ও পোশাক নিয়ে কটাক্ষের শিকার আমির-কন্যা আইরা Jan 24, 2026
img
৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন Jan 24, 2026
img
৩৭ বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘হাম মেঁ শাহেনশাহ কৌন’ Jan 24, 2026
img
আবারও শিরোনামে বলিউডের আলোচিত মুখ সানি লিওন Jan 24, 2026
img
কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করছে মেটা Jan 24, 2026
img
দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ ইসলাম Jan 24, 2026
img
ভয়াবহ অভিজ্ঞতার পরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন ছোটপর্দার অভিনেত্রী রুহানিকা Jan 24, 2026
img
বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের পাশে থাকবেন নাজাম শেঠি Jan 24, 2026
img
রাজধানীর রায়েরবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১৮ Jan 24, 2026
img
স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন পায়নি: তৈয়্যব Jan 24, 2026
img
এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির Jan 24, 2026
img
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি Jan 24, 2026
img
এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না: আফজাল হোসেন Jan 24, 2026
img
দুবাই গিয়ে বহুতল নির্মাণের ব্যবসা করছেন অভিনেত্রী রিমি Jan 24, 2026
img
ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Jan 24, 2026