দীর্ঘ ২১ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ও ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশকে কেন্দ্র করে এখন উৎসবমুখর পুরো চট্টগ্রাম।
রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশকে ঘিরে শহর উৎসবমুখর। শনিবার (২৪ জানুয়ারি) সকালেই মঞ্চ, সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ সংযোগ, চেয়ার-ব্যারিকেড স্থাপনসহ সব প্রস্তুতি শেষ পর্যায়ে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সরেজমিনে প্রস্তুতি পরিদর্শন করে নিরাপত্তা, জনদুর্ভোগ ও পরিচ্ছন্নতার ব্যবস্থা যাচাই করেন। সমাবেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র, বিস্ফোরক, ইট-পাথর বহন, অননুমোদিত ড্রোন ও রাষ্ট্রবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। নেতারা আশা করছেন, কয়েক লাখ মানুষ এতে অংশগ্রহণ করবে এবং কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
আরআই/টিকে