সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা-৯ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। একই সঙ্গে কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলেও ঘোষণা দেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খিলগাঁও জোড়পকুর খেলার মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সংসদীয় আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় নানা স্লোগান দেন তারা।
সমাবেশে হাবিব বলেন, জলাবদ্ধতা, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসায় এতোদিনের বঞ্চণা থেকে মুক্তির জন্য মহাপরিকল্পনা নিয়েছে বিএনপি। সেভাবেই কাজ করা হবে ক্ষমতায় গেলে।
এ এলাকার অন্যতম সমস্যা কিশোরগ্যাং-আইনের কঠোর প্রয়োগ ও কর্মসংস্থানের মধ্যে দিয়ে খিলগাঁও, বাসাবো ও মুগদাকে কিশোরগ্যাং মুক্ত করার ঘোষণা দেন এ ছাত্রনেতা।
মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে ধানের শীষের এ প্রার্থী বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকলে দল করতে দেয়া হবে না। প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করা হবে বলেও ঘোষণা দেন।
আরআই/টিকে