বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত দেড় দশকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হলেও তারা কারো ওপর প্রতিশোধ নেয়নি। অথচ একটি পক্ষ তুলনামূলক কম মজলুম হয়েও এখন বড় জুলুমকারী হয়ে উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তৃতা করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে ক্ষমতায় থাকা কেউ দুর্নীতি ও দুঃশাসনের ঊর্ধ্বে ছিল না। কিন্তু আমরা সুযোগ থাকা সত্ত্বেও কারো কোনো ক্ষতির কারণ হইনি। গত ১৫ বছর আমাদের ওপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, তবুও আমরা প্রতিশোধের রাজনীতিতে জড়াইনি। অথচ এখন দেখা যাচ্ছে, যারা আমাদের চেয়ে কম নির্যাতিত হয়েছিল, তারাই বড় জুলুমকারী হয়ে উঠেছে।’
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আক্ষেপ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “আমরা দেশটাকে যত উপরে তুলে ধরার চেষ্টা করি, একটি পক্ষ ততবারই ‘ঠ্যাং’ ধরে নিচে টান দেয়। এই নেতিবাচক রাজনীতি দেশের জন্য মঙ্গলজনক নয়।”
জনসভায় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের কোথাও কোনো চাঁদাবাজি, মামলাবাজি বা দখলদারিত্ব করতে দেয়া হবে না। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।’
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জনসভায় স্থানীয় জামায়াত নেতারা বক্তব্য দেন। বক্তারা শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসকে/টিকে