আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মনোনীত নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (২৪ জানুয়ারি) এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, আর সে-ই সরকার গঠন করবে। বিএনপিকে মানুষ ভোট দেবে কারণ, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিনা চিকিৎসায় ইন্তেকাল করলেও খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।’
ব্যারিস্টার খোকন আরও বলেন, ‘আমরা বাংলাদেশে বিশ্বাস করি। কে ভারত, কে পাকিস্তান, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা শুধু দেশের পক্ষে।’
নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়িতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন ব্যারিস্টার খোকন।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সময়ে লাখ লাখ মেয়ে শিক্ষিত ও স্বাবলম্বী হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে নারী শিক্ষার আরও ব্যাপক প্রসার ঘটানো হবে।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি প্রার্থী বলেন, ‘যারা জান্নাতের টিকিটের ফয়সালা দিচ্ছে, তারা জনগণকে ধোঁকা দিচ্ছে। তাদের প্রতারণার ফাঁদে পা দেয়া যাবে না।’
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসকে/টিকে