ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামের অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি। এরপর সেখান থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।
তার সমাবেশ ঘিরে ভোর থেকে পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে।
দীর্ঘ প্রায় দুদশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে সকাল সকাল উপস্থিত হয়েছেন।
এদিকে, নিরাপত্তার জন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। দলের সিনিয়রসহ মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।
দলীয় প্রধানের আগমনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। স্লোগানে মুখর হয় পুরো বিমানবন্দর এলাকা। তার সফরকে কেন্দ্র করে গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে অভিবাদন জানান নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। পতেঙ্গা হয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে রাত ৯টায় হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান।
জাতীয় ও দলীয় পতাকা হাতে হোটেলের সামনেও ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। দেন নানা স্লোগান।
কেএন/টিকে