গণভোটে ‘না’ জয়যুক্ত হলে যে লাউ সেই কদু হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংষ্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্য পরিষদের সদস্য এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
রোববার (২৫ জানুয়ারি) সকালে সিলেট নগরীর একটি হোটেলে সিলেট সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্য ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দেশে দুর্বৃত্তায়ন হয় রাজনৈতিক নেতাদের কারণে। দেশের পরিচ্ছন্ন রাজনৈতিক এবং নির্বাচন অঙ্গনের 'জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শিরোনামে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ে সিলেটে অনুষ্ঠিত হলো বিভাগীয় সংলাপ। সংলাপে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এমআই/এসএন