ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ান ব্যাগ ট্রাশ-এর সহযোগিতায় ময়লা কুড়ানোর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার ধারণক্ষমতার তুলনায় প্রায় পাঁচগুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই স্পোগোমি গেমসের আয়োজন করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ওয়েস্ট সেগ্রিগেশন বা বর্জ্য পৃথক করা শিখবে। ছোটবেলা থেকেই যদি তাদের মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে, তাহলে তাদের হাত ধরেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভবিষ্যৎ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

ময়লা কুড়ানোর এই প্রতিযোগিতায় ৩৪টি দলের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বর্জ্যকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়- বার্নেবল, নন-বার্নেবল, প্লাস্টিক বোতল এবং সিগারেট ওয়েস্ট। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ময়লা সংগ্রহের জন্য ৩০ মিনিট এবং বর্জ্য পৃথকীকরণের জন্য ২০ মিনিট সময় পান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে রেফারির দায়িত্ব পালন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্তাসির মামুন। তিনি বলেন, আমরা অনেক সময় যত্রতত্র ময়লা ফেলি, যা ঠিক নয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সবাই অভ্যস্ত হলে বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে।

প্রতিযোগিতায় ৩০ মিনিটে সর্বমোট ২২ কেজি বর্জ্য সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দল ‘৬বি২’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পঞ্চাশেও উজ্জ্বল ও ফিট চিত্রাঙ্গদা Jan 25, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ Jan 25, 2026
img
সেটা প্রেম নয়, একটা মোহ ছিল: রিচি সোলায়মান Jan 25, 2026
img
প্রায় ১২ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী রানিকে কোনও উপহারই দেন না আদিত্য! Jan 25, 2026
img
রাজশাহীতে তারেক রহমানের সমাবেশের তারিখ পরিবর্তন Jan 25, 2026
img
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে পুঁথি গাইলেন দিলরুবা খান Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের অনুমোদন পেয়ে সেখানেই কি থিতু হবেন শাকিব খান? Jan 25, 2026
img
মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হবেন ধর্মেন্দ্র Jan 25, 2026
img
দীর্ঘ বিরতির পর ফের জুটি বাঁধছে দেব-রুক্মিণী Jan 25, 2026
img
অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না : তারেক রহমান Jan 25, 2026
img
ঢাবির কেন্দ্রীয় মাঠে কিশোরদের কান ধরিয়ে ওঠবস করালেন সর্বমিত্র Jan 25, 2026
img
১ লাখেরও বেশি অভিবাসীকে ইইউ ছাড়ার নোটিশ Jan 25, 2026
img
প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব Jan 25, 2026
img
আমানতের মালিক নয়, চৌকিদার হতে চাই: ডা. শফিকুর রহমান Jan 25, 2026
img
আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন Jan 25, 2026
তারেক রহমানের সুর নরম, জামায়াতের কড়া হুঁশিয়ারি; কোন দিকে যাচ্ছে ২৬-এর নির্বাচন? Jan 25, 2026
img
জামায়াত নিয়ে হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্য পক্ষপাতদুষ্ট : গোলাম পরওয়ার Jan 25, 2026
img
প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের আরেক প্রার্থী Jan 25, 2026
img
আজ বা কালই ইন্টারনেট চালু হবে ইরানে Jan 25, 2026
img
এবার অভিনয়ের সুযোগ পেয়ে দেবলীনা নন্দীর স্বপ্ন পূরণ Jan 25, 2026