অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আলোচিত সাবেক উপাচার্য (ভিসি) ড. মীজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দীনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে। ২০১৯ সালের অক্টোবরে যুবলীগের দায়িত্ব পেলে তিনি উপাচার্য পদ ছেড়ে দেবেন-এমন বক্তব্য দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
ওই সময়ে বেসরকারি টেলিভিশনে এক টকশোতে সাবেক উপাচার্য মীজানুর বলেছিলেন, জবি উপাচার্য হলেও আমি এখনো যুবলীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য। এই মুহূর্তে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক দায়িত্বে নেই বললেই হবে। সেই হিসেবে তারই দায়িত্বে থাকার কথা। কিন্তু যেহেতু তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এ কারণে যুবলীগের পদে দায়িত্ব পালন করতে পারছেন না। যুবলীগ ভাবমূর্তি সংকটে পড়েছে। এই সংগঠনের ভাবমূর্তি উদ্ধারে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি সেই দায়িত্ব সাদরে গ্রহণ করবেন।
দুদকের অভিযোগে ভবন নির্মাণের অনিয়ম ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
আরআই/টিকে