জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে মন্তব্য করেজামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন,‘গত ১৭ বছর গুমের শিকার পরিবারগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় মজলুম। যে জাতি মায়েদের সম্মান করতে পারে না, তারা বিশ্বব্যাপী অপমানিত হয়। আমরা এমন বাংলাদেশ গড়তে যাচ্ছি, যেখানে সবার হাতে সম্মানের কাজ তুলে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে। কুষ্টিয়া চিনিকল খুলে দেবে ১১ দলীয় ঐক্যের সরকার। তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তাপঁচা রাজনীতিকে আর ফেরাবে না।’
সোমবার (জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমীর বলেন,‘আমরা দেশে বেকার রাখতে চাই না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়তে চাই। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়তে চাই।’
তিনি বলেন, ‘সবার সহযোগিতায় আমরা বাংলাদেশকে এমনভাবে এগিয়ে নিতে চাই। যাতে আপনারা গর্বের সঙ্গে বলতে পারেন আমি বাংলাদেশি।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করব। বিচার সবার জন্য সমান হবে। প্রেসিডেন্টের জন্য যা হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে। রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্যেও সেই একই বিচার হবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি, যে বাংলাদেশে প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব, ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।’
এসএস/এসএন