বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর এবং এনআইডি চাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলাম বৈঠক করতে নির্বাচন কমিশনে যান।
বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিকাশ নম্বর এবং এনআইডি চাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা অসত্য ঘটনা।
নির্বাচনী ক্যাম্পেইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াভহ পরিস্থিতি হতে পারে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন একটি দলের পক্ষ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন জুবায়ের।
সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর আহ্বান জানান তিনি।
এমআই/এসএন