আওয়ামী লীগ শাসনামলে জেআইসি সেল ও টিএফ আই সেলে গুমের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ আজ।
এরমধ্যে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মত সাক্ষ্য দিবেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
এর আগে জবানবন্দিতে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লেখালেখি করার কারণে গুম করা হয় তাকে৷ প্রায় দেড় বছর বন্দি ছিলেন ডিজিএফআইয়ের জেআইসি সেলে। একই ট্রাইব্যুনালে টিএফআই সেলের গুমের মামলায়ও সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা আছে।
এদিকে ট্রাইব্যুনাল-২ এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির ওপর জেরা আজ।
এছাড়া, আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষের আইনজীবীরা।
টিজে/টিকে