বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো মানুষের বুকের ওপর চেপে আছে। কোনোকিছুই করা যায় না এখানে থেকে। মানুষের সমস্যার ব্যপারে আমলারা উদাসীন। তারা কোনো পরিবর্তন চান না। তারা শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁও বিআরটিতে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির বলেন, বিদেশে হর্ন বাজানোকে অপমানজনক কাজ মনে করে। অথচ, দেদারসে হর্ন বাজাই। পেছনের দিকে হাঁটছি আমরা। আমলাতন্ত্র আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই সরকার চলে যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু সমস্যাগুলো তো যাচ্ছে না। কিন্তু এগুলো তো সমাধান করতেই হবে। জনস্বার্থ শব্দটা আমলাদের মাথায় পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক। কোনো গাড়িচালক প্রশিক্ষণ নিলে সরকার তাকে ভাতা দেবে। ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই লাইসেন্স পাবে।
কেএন/টিকে