এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক। কোনো গাড়িচালক প্রশিক্ষণ নিলে সরকার তাকে ভাতা দেবে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়ি চালকদের শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না। যারাই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই লাইসেন্স পাবে। আমলাতন্ত্র সবাইকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এটি জগদ্দল পাথরের মতো মানুষের বুকের ওপর চেপে আছে।
অন্তর্বর্তী সরকার চলে যাবে কয়েকদিনের মধ্যে, কিন্তু সমস্যাগুলো সমাধান হচ্ছে না। তাই সমাধানের জন্য 'জনস্বার্থ' শব্দটি আমলাদের মাথায় পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে বলেও জানান ফাওজুল কবির।
একই অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান- শব্দদূষণ বিষয়ে সচেতন থাকতে গাড়িচালকদের প্রতি অনুরোধ জানান। মানুষের কষ্ট হয়, এমন কাজও না করার আহ্বান জানিয়ে, সড়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে বিআরটিএ-র দৃষ্টি আকর্ষণ করেন।
কেএন/টিকে