বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি অটো জেনারেটেড নাম্বার থেকে আসে ফলে আইডেন্টিফাই করে পাওয়া যায় না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না- জানতে চাইলে সচিব নাসিমুল গনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। অনেক ক্ষেত্রেই অটো জেনারেটেড নম্বর ব্যবহার করে এ ধরনের কল করা হয়, যা সহজে শনাক্ত করা যায় না। তবে আমরা এ ব্যাপারে সতর্ক অবস্থানে আছি।’
র্যাবের জন্য গাড়ি কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমরা সরকারের টাকা সরকারের ঘরেই রাখছি। প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। সে কারণেই আমরা তাদের কাছ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি।’
নির্বাচনের আগেই এসব গাড়ি আসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘গাড়ি কেনা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আজ কেবল আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। এখন প্রক্রিয়া শেষে গাড়িগুলো আসতে সময় লাগবে। তারা জাপান থেকে যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর তো অত টাকা নেই যে অর্ডার পাওয়ার আগেই মালামাল এনে বসে থাকবে।’
নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প ‘সিলগালা’ করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব তা নাকচ করে দেন। তিনি বলেন, ‘ক্যাম্পের ভেতরে মানুষ কেন যাতায়াত করতে পারবে না? তারা তো জীবিকার প্রয়োজনে যাতায়াত করে। তবে এখন সবার কাছে কার্ড রয়েছে, যা স্ক্যান করে তারা যাতায়াত করবে।’
নির্বাচন নিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাড়তি কোনো দুশ্চিন্তা নেই বলেও এ সময় সাফ জানিয়ে দেন নাসিমুল গনি।
এসকে/এসএন