রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’র প্লে-গ্রুপের চার বছরের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের মামলায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালতে শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন করা হলে পবিত্র কুমার বড়ুয়াকে রিমান্ডে পাঠান বিচারক।
এ সময় বাদীপক্ষের আইনজীবী বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুটিকে যেভাবে নির্যাতন চালিয়েছে, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। তাই আসামি কেন তা ঘটিয়েছে, তার সঠিক কারণ জানতে রিমান্ডে নেয়ার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে, গত ২২ জানুয়ারি রাজধানীর মিরপুর এলাকা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের শারমিন একাডেমিতে স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে শিশুটির মা রাজধানীর পল্টন থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। তবে এই মামলার দ্বিতীয় আসামি শারমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এসকে/এসএন