ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও প্রত্যাশিত পরিবর্তন আসা সম্ভব না।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুরোনো নীতি ও বন্দোবস্ত পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো পুরোনো কায়েমি স্বার্থবাদকে টিকিয়ে রাখতে কাজ করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতি, সদর ও দেলদুয়ারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে জাতির লড়াইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশই এককভাবে লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ে আপনাদের পাশে চাই।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। যারা দেশকে ভালোবাসেন, যারা নয়া বন্দোবস্ত চান তারা হাতপাখায় ভোট দিন।
এসএস/টিএ