ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সীমান্তবর্তী আঞ্চলিক সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি শুরু করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছী চেকপোস্টে এই কার্যক্রম শুরু হয়।
তল্লাশির পাশাপাশি ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে এবং ড্রোন উড়িয়ে গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী বলেন, জয়পুরহাট জেলার দুইটি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রায় ২৪ প্লাটুন, অর্থাৎ আনুমানিক ৫০০ জনের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োগ করা হয়েছে।
এছাড়া ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারও প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছেন লে. কর্ণেল লতিফুল বারী।
টিজে/এসএন