জেআইসিতে গুম-নির্যাতন

হাসিনুরকে আজও জেরা করবেন আসামিদের আইনজীবীরা

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের অবশিষ্ট জেরা আজ। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৩ জন।

বুধবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হাসিনুরের জেরা হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনালের সামনে বাকি থাকা সাক্ষ্য সম্পন্ন করেন হাসিনুর রহমান। ২৫ জানুয়ারি তার জবানবন্দি শুরু হয়। তিনি এ মামলার দুই নম্বর সাক্ষী। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী।

জবানবন্দিতে নিজে দুই দফা গুমে থাকার ভয়াবহ বর্ণনা তুলে ধরেন সাবেক এই সেনা কর্মকর্তা। আয়নাঘর নামে পরিচিত ডিজিএফআইয়ের জেআইসিতে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। তৎকালীন সরকারের নির্দেশে গুম করা হয়েছিল বলে সেই সময় জিজ্ঞাসাবাদে জানতে পারেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।

দীর্ঘ সাক্ষ্য শেষে তাকে আসামিপক্ষে জেরা শুরু করেন আইনজীবী মাসুদ সালাহউদ্দিন। তবে জেরা সম্পন্ন না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি রাখেন ট্রাইব্যুনাল। আইনজীবী আজিজুর রহমান দুলুর তাকে জেরা করার কথা রয়েছে। এরপর আসামিপক্ষের অন্য আইনজীবীরা জেরা করবেন। এদিকে, আজও এ মামলায় গ্রেপ্তার তিনজনকে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে আনা হবে। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এছাড়া পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) ছিলেন। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এসবের সময়কাল হলো ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। এ সময়টায় গুম হন ২৬ জন।

রাষ্ট্রপক্ষ-আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের আনুষ্ঠানিক বিচার চলমান রয়েছে।

গুমের মামলায় সর্বপ্রথম গত বছরের ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ৮ অক্টোবর ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। ওই দিনই তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নিজের হঠকারী সিদ্ধান্তের জেরেই কপাল চাপড়াচ্ছেন ব়্যাপার বাদশা! Jan 28, 2026
img
'দলীয় রাজনীতির নয়, বিজয় চাই ১৮ কোটি মানুষের' Jan 28, 2026
img
পোস্টাল ব্যালটে সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন Jan 28, 2026
img
বক্স অফিসে ভাঁটার জেরেই কি বিরতি নিচ্ছেন করণ জোহর! Jan 28, 2026
img
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে সময় বেঁধে দিলেন হাইকোর্ট Jan 28, 2026
img
একদিন সবই ছাড়তে হবে, অরিজিতের সিদ্ধান্তে বোন অমৃতার মন্তব্য Jan 28, 2026
img
টিকটকে ‘ইলেকশন সেন্টার’ ফিচার, মিলবে নির্বাচনের নির্ভরযোগ্য তথ্য Jan 28, 2026
img
বগুড়া-২ আসনে সহিংসতা ও অনিয়মের অভিযোগ মান্নার Jan 28, 2026
img
নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশনা Jan 28, 2026
img
দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক Jan 28, 2026
img
দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা Jan 28, 2026
img
হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান Jan 28, 2026
img
ডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ Jan 28, 2026
img
মাতাল অবস্থায় গ্রেপ্তার ভারতের সাবেক ক্রিকেটার Jan 28, 2026
img
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা Jan 28, 2026
img

জেআইসিতে গুম-নির্যাতন

হাসিনুরকে আজও জেরা করবেন আসামিদের আইনজীবীরা Jan 28, 2026
img
দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রূপা, জেনে নিন আজকের বাজারদর Jan 28, 2026
img
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার Jan 28, 2026
img
চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৭ Jan 28, 2026
img
খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ Jan 28, 2026