বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

নওগাঁর সাপাহার উপজেলায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় একটি মসজিদের মুয়াজ্জিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ জানুয়ারি) মসজিদ কমিটির পক্ষ থেকে অব্যাহতি দেওয়ার পর মুয়াজ্জিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এ অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

ওই মুয়াজ্জিনের নাম আল আমিন চৌধুরী। তিনি সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে চার বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের চাপে তাকে চাকরি থেকে বাদ হয়েছে বলে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। 

ভুক্তভোগী আল আমিন চৌধুরী পোস্টে লেখেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং ছাত্রদলের রাজনীতি করার জন্য বিএনপির প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ কমিটি আমাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল। বিশেষ করে এলাকার জামায়াতের কিছু নেতাকর্মী আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির লোকদের চাপ দিচ্ছিল।’

তিনি আরও লেখেন, ‘রাজনীতি করার জন্য দীর্ঘদিন ধরে আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার পাঁয়তারা খোঁজা হচ্ছিল। এর সঙ্গে যোগ হয় মসজিদের সামনে থেকে দোকান উচ্ছেদে আমার প্রতিবাদ করা। গতকাল রাতে মসজিদের সামনের একটি মুদিদোকান উচ্ছেদ করে মসজিদ কর্তৃপক্ষ। মুদিদোকানের মালামাল সরিয়ে নিতে সামান্য সময় দেওয়ার অনুরোধ করি। এতে মসজিদের কমিটির সভাপতি এলাহী বক্সসহ অন্যরা আমার ওপর ভীষণ ক্ষিপ্ত হন। পরে তারা আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন। রাজনীতির কারণেই মূলত আমাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে।’

অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এলাহী বক্স বলেন, ‘মসজিদের ইমাম-মুয়াজ্জিন হয়ে রাজনীতি করা কেউ পছন্দ করবেন না। নির্দিষ্ট দলের পক্ষে তার বিশেষ পক্ষপাতিত্ব অনেকেই পছন্দ করতেন না। এ ছাড়া আমাদের মসজিদের সামনে একটি দোকান বসতে দেওয়া হয়েছিল। রকি নামের একটি ছেলে সেখানে মুদিদোকান করতেন। মসজিদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দোকানদার বিষয়টি জানানো হয়। জানানোর পরও দোকান সরিয়ে না নেওয়ায় গতকাল দোকানটি উচ্ছেদ করা হয়। এলাকার লোকজন সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আল আমিন ওই দোকানদারের পক্ষে অবস্থান নেন। যে কারণে তাকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে।’

এদিকে এ ঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সাপাহার উপজেলা সদরের একটি মসজিদ থেকে আল আমিন নামের একজনকে মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আল আমিন তার ফেসবুক আইডিতে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো পর্যায়ের নেতাকর্মী বা সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।



ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অবসর ভেঙে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মঈন আলী Jan 28, 2026
img
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের Jan 28, 2026
img
এক মাসে মিলিয়ন ফলোয়ার, কে এই ভাইরাল মডেল নিয়া নোয়ার? Jan 28, 2026
img
সবচেয়ে দুর্বল লিগের খেতাব পেল বিপিএল Jan 28, 2026
img
অরিজিতের শেষ গান কি সালমান খানের সিনেমাতেই, পুরোনো বিবাদ আবারও আলোচনায় Jan 28, 2026
img
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস Jan 28, 2026
img
অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট Jan 28, 2026
img
নির্বাচন সফল না হলে বৃত্তচক্রে পড়ে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ Jan 28, 2026
img
প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি Jan 28, 2026
img
অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির Jan 28, 2026
img

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি Jan 28, 2026
img
একটি দল ভোটারদের বিকাশ নাম্বার নিচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আমিনুল হক Jan 28, 2026
img
অরিজিত নিজেই সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন Jan 28, 2026
img
মধ্যপ্রাচ্যে ‘বহু দিন’ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের Jan 28, 2026
img
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা Jan 28, 2026
img
ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা Jan 28, 2026
img
অবৈধভাবে সচিবালয়ে প্রবেশে আটক ৩ Jan 28, 2026
img
মাইলস্টোনে নয়, বিমানটি সচিবালয়ে পড়া উচিত ছিল : ফাওজুল কবির Jan 28, 2026
img
জয় পেলে কাউকে দুর্নীতি করতে দেব না: কায়সার কামাল Jan 28, 2026
img
পান্তা খেতাম লবণ ছাড়া, তখন খাবারের অভাব ছিল: ডা. এজাজুল ইসলাম Jan 28, 2026