আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
নির্বাচনী প্রচারণার সপ্তম দিন বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলায় উঠান বৈঠক এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিন একই ইউনিয়নের সালুয়াকান্দা মাদ্রাসা, কেট্টা মোড়, বাজলজোড়া বাজার, পাইকপাড়া পূর্বপাড়া, রামনগর ওয়ার্ড, বালিচান্দা ওয়ার্ড, কুমুদগঞ্জ বাজার, নগরসিংহা, গুজিরকোনায় দিনব্যাপী উঠান বৈঠকের পাশাপাশি পথসভা করেন কায়সার কামাল।
জনতার কাতারে নেমে তিনি মাদকমুক্ত সমাজ গড়া, ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড বিতরণ, শিক্ষিত বেকার যুবকদের চাকরি প্রদানের অঙ্গীকার করেন।
এলাকাবাসী নেত্রকোনা-১ আসনে সম্ভাব্য জয়ী প্রার্থীর নিকট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণসহ বিবিধ বিষয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমআই/এসএন