ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩, (সোনাগাজী- দাগনভূঞা) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, আমরা কোনো অতিথি পাখি নই, আমরা জনগণের পাশে সব সময় ছিলাম, ভবিষ্যতে ও থাকব। অতিথি পাখিরা এসে জনগণকে ধোকা দিয়ে চলে যায়। আবার ৫ বছর পর ফিরে আসে।
বুধবার (২৮ জানুয়ারি) সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে পথসভা ও মহিলা উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
মো. ফখরুদ্দিন মানিক বলেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ফেনী-৩ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমরা কোনো অতিথি পাখি নই, আমরা অতীতেও এখানে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও এখানেই থাকব ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান সেক্রেটারি আ ন ম আব্দুর রহিম।
সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা সেক্রেটারি বদরুদৌজা, নবাবপুর ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান, মঙ্গলকান্দি ইউনিয়নের আমীর মাওলানা নুরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, অফিস সম্পাদক আশরাফুল হক সোহেল, এবি পার্টির সোনাগাজী উপজেলা সেক্রেটারি ওয়াশির রহমান খসরু, এন সিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এমআই/এসএন