ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একদিন পরেই বিএনপি দুই গ্রুপের মধ্যে কয়েক দফার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলার চুমরদী ইউনিয়নের বাবনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে বিএনপির আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে আশপাশের কয়েকশো গ্রামবাসী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। তারা সবাই ইতিপূর্বে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ'র সমর্থীত নেতাকর্মী ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতি করতেন।
বৈঠকের সময়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এর জের ধরেই বেলা দশটা থেকে বেলা একটা পর্যন্ত দুই পক্ষের লোকজন লাঠি সোটা ইট পাটকেল দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষের দাঁড়ায় এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক ( এসআই) আফজাল হোসেন জানান, এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/টিএ