ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের আমার বাংলাদেশ পার্টির (এবি) প্রার্থী এসএ জাহিদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে জয়পুরহাট-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত নোটিশটি জারি হয়।এদিন বিকেল সাড়ে ৩টায় কমিটির পক্ষ থেকে বেঞ্চ সহকারী রুহুল আমিন দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের আমার বাংলাদেশ পার্টির (এবি) প্রার্থী এসএ জাহিদের ফেসবুক আইডিতে গত ২৫ জানুয়ারি ভাইরাল একটি ভিডিও দেখা যায়। সেখানে এসএ জাহিদ ফেসবুক লাইভে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এসএম রাশেদুল আলমকে উদ্দেশ্য করে বলেছেন, ‘জয়পুরহাট-২ আসনের জামায়াতের প্রার্থী সে একদম অপদার্থ, মূর্খ’। একজন প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ, কুৎসা রটনা ও চরিত্র হননের সামিল, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৫ (ক) লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত কারণে কেন আপনার বিরুদ্ধে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৫ (ক) লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে এবি পার্টির প্রার্থী এসএ জাহিদ বিকেল পৌনে ৪টায় দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমি কোনো নোটিশ হাতে পাইনি। জামায়াত প্রার্থী যখন আমার প্রচার মাইক বন্ধ করে দিলেন, তখন তিনিই প্রথম আইন ভঙ্গ করেছেন। যিনি আইন ভঙ্গ করেন, তিনি আইন সম্পর্কে অজ্ঞ। আর আইন সম্পর্কে যাঁর জ্ঞান নেই, তাকে আমি ‘মূর্খ’ বলেছি।
এসএস/টিএ