আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দামে পতন অব্যাহত রয়েছে। চীনে চান্দ্র নববর্ষকে সামনে রেখে ধীরে ধীরে নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইস্পাত ও সংশ্লিষ্ট কাঁচামালের চাহিদা কমে গেছে, যার প্রভাব পড়েছে ফিউচার বাজারে। খবর বিজনেস রেকর্ডার
বুধবার (২৮ জানুয়ারি) চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মে মাসের আকরিক লোহা চুক্তির দাম ০.৪৪ শতাংশ কমে প্রতি মেট্রিক টন ৭৮৫ ইউয়ানে নেমে আসে। একই সময়ে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক মার্চ চুক্তির দাম ০.৫ শতাংশ কমে দাঁড়ায় প্রতি টন ১০৩.৩ ডলারে।
চীনা ব্রোকারেজ প্রতিষ্ঠান এভারব্রাইট ফিউচারস জানিয়েছে, নববর্ষের ছুটি ঘনিয়ে আসায় নির্মাণ কার্যক্রম বন্ধ হচ্ছে, ফলে ইস্পাতের নিম্নধারার চাহিদা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
এদিকে সরবরাহ দিকেও রয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ব্রাজিলভিত্তিক খনি কোম্পানি ভালে জানিয়েছে, ২০২৫ সালে তাদের আকরিক লোহা উৎপাদন বেড়ে ৩৩৬.১ মিলিয়ন টনে পৌঁছেছে। ২০১৮ সালের পর এই প্রথম তাদের উৎপাদন অস্ট্রেলিয়ার রিও টিন্টোর পিলবারা অঞ্চলের উৎপাদনকে ছাড়িয়ে গেছে।
তবে সম্প্রতি পানি উপচে পড়ার কারণে কয়েকটি ইউনিটে কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়েছে ভালেকে। বিশ্লেষকদের মতে, এসব ইউনিট কোম্পানির চলতি বছরের সম্ভাব্য উৎপাদনের প্রায় ২ শতাংশের সমান।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ব্রাজিল থেকে রপ্তানি বাড়লে চীনের বাজারে আকরিক লোহার দামের ওপর আরও নিম্নমুখী চাপ তৈরি হতে পারে। যদিও বর্ষা মৌসুম শুরু হওয়ায় ব্রাজিলে সরবরাহ কিছুটা কমতে পারে।
অন্যদিকে সাংহাই মেটালস মার্কেট জানিয়েছে, চীনের বন্দরগুলোতে উচ্চ মজুত থাকায় সরবরাহ কমার সম্ভাব্য প্রভাব অনেকটাই সামাল দেয়া সম্ভব। ডালিয়ান এক্সচেঞ্জে ইস্পাত তৈরির অন্যান্য কাঁচামালের দরও কমেছে। কোকিং কয়লার দাম কমেছে ০.৮ শতাংশ এবং কোকের দাম কমেছে ১.০৪ শতাংশ।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ইস্পাতের বেঞ্চমার্ক পণ্যের মধ্যেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। রিবারের দাম কমেছে ০.৪১ শতাংশ, হট-রোল্ড কয়েল ০.৩৯ শতাংশ, ওয়্যার রড ০.০৬ শতাংশ এবং স্টেইনলেস স্টিলের দাম কমেছে ১.৫ শতাংশ।
এসএস/টিএ