রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারে ফের বাধার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। তবে এ নিয়ে বিএনপির পক্ষে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাসীরুদ্দীন লিখেছেন, আজ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন। তারা দাবি করেন, এই এলাকা নাকি “২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা”।
এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীনের ওপর হামলা হয়। এনসিপির একাধিক নেতা দাবি করেন, ছাত্রদলের পরিচয়ে কয়েকজন তার ওপর হামলা করে। তবে বিএনপির পক্ষে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ইউটি/টিএ