রংপুরে নির্বাচনী প্রচারণায় আসছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সে উপলক্ষে প্রস্তুত কালেক্টরেট মাঠ, চলছে শেষ সময়ের প্রচার-প্রচারণা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী যাবেন। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে বিকেলে নাটোরে গিয়ে কাজীর মোড় এটিম মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে বগুড়াতেই রাত যাপন করবেন তিনি।’

আব্দুস সাত্তার আরো বলেন, ‘শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় গিয়ে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রংপুর শহরে ফিরে আসবেন। বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।’

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন-এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, ‘দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালেক্টরেট মাঠে জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। তারেক রহমান এ জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, রংপুরের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম ও স্বেচ্ছাসেবক টিম গঠনের কাজ শেষ পর্যায়ে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই জনসভা রংপুরসহ উত্তরবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে তারেক রহমান পুনরায় বগুড়ায় রাত যাপন করবেন। পরদিন ৩১ জানুয়ারি তার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা Jan 29, 2026
img
রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর Jan 29, 2026
img
এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ দেবেন: মির্জা ফখরুল Jan 29, 2026
আদর্শ সন্তান লাভের উপায় | ইসলামিক টিপস Jan 29, 2026
img
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: শবনম ফারিয়া Jan 29, 2026
img
শেরপুরের ঘটনা নির্বাচনের উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের Jan 29, 2026
img
দীর্ঘদিন পর মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে কেউ বাধা দেবে না: ব্যারিস্টার খোকন Jan 29, 2026
img
আমরা বড়লোক ছিলাম না, পান্তা খেতাম : ডা. এজাজ Jan 29, 2026
img
ভাসমান গুদাম হিসেবে জাহাজকে ব‍্যবহার ঠেকাতে বন্দর কর্তৃপক্ষের অভিযান Jan 29, 2026
img

মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ

রাজশাহীতে তারেক রহমান Jan 29, 2026
img
হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল Jan 29, 2026
img
রুমিন ফারহানার পক্ষে নির্বাচন করায় ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত Jan 29, 2026
img
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির Jan 29, 2026
img
আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন অজিত কুমার! Jan 29, 2026
img
নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে বিজিবির ৯০ প্লাটুন মোতায়েন Jan 29, 2026
img
বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: শিশির মনির Jan 29, 2026
img
বলিউডে নতুন জল্পনা, দীপিকার জায়গায় সাই পল্লবী? Jan 29, 2026
img
দুই দশক পর বগুড়ায় ফিরবেন তারেক রহমান Jan 29, 2026
img
বয়কটের গুঞ্জনের মধ্যেই বিমানের টিকিট কাটল পাকিস্তান Jan 29, 2026
img
১৬ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন Jan 29, 2026