দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই-সংগ্রাম শেষে নিজ পৈত্রিক জেলা বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর ঘরের ছেলের ফিরে আসার খবরে উচ্ছ্বসিত বগুড়াবাসী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।
ইতিমধ্যেই জনসভাস্থলে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। পুরো শহরজুড়ে চলছে সাজ সাজ রব আর উচ্ছ্বাস।
এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তার মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সঙ্গে বগুড়া এসেছিলেন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতি শুরু করে বর্তমানে তিনি দলের শীর্ষ নেতা। এজন্য বগুড়াবাসী ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে আছেন।
তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। এজন্য বগুড়া বিএনপির আতুড়ঘর ও দুর্গ হিসেবে পরিচিত। এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি নিজের ও দলের জন্য সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। এছাড়াও বগুড়ার বাকি ৬টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদেরও সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।
বগুড়ায় রাত যাপন শেষে শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান রংপুর সফরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি আবারও বগুড়ায় রাত যাপন করবেন এবং পরদিন রাজধানী ঢাকায় যাবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বগুড়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’
এসকে/এসএন