আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেট সেক্টর ও শ্রীমঙ্গল সেক্টরের আওতায় মোট ৯০টি প্লাটুনে প্রায় ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তারা সিলেট ও মৌলভীবাজার জেলার ১০টি সংসদীয় আসনের ১ হাজার ৫৩৬টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট সরকারি কলেজ মাঠে ৪৮ বিজিবির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বিজিবির মোতায়েন পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
এছাড়াও ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কেএ-নাইন (K-9) ইউনিটের চারটি প্রশিক্ষিত ডগ মোতায়েন থাকবে। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে সিলেটের একটি ভোটকেন্দ্রে নিরাপত্তা মহড়া চালায় বিজিবি।
এমআই/এসএন