ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুটি আসনে বিএনপির দুই প্রার্থীর প্রার্থিতা বিষয়ে আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।
প্রার্থীরা হলেন: কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের আলম ভূঁইয়া।
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরইমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।
অন্যদিকে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়েও আইনি লড়াই চূড়ান্ত পর্যায়ে। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয়।
দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণী এই আদেশ আগামী রোববার ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। এর মাধ্যমেই নিশ্চিত হবে তারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না।
এমআর/টিকে