তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়ে যাব: জামায়াত আমির

রাজধানীর একটি নির্বাচনী জনসভায় বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আর্তনাদ এবং দলের শীর্ষ নেতাদের শাহাদাতের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুরে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের সমর্থনে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান যখন গুম হওয়া সন্তানদের মা এবং পিতৃহীন শিশুদের করুণ আকুতির বর্ণনা দিচ্ছিলেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং তিনি কান্নায় ভেঙে পড়েন।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আজকে এখানে দাঁড়িয়েছি সেই সমস্ত মায়েদের কথা বলতে, সেই সমস্ত পিতাদের কথা বলতে, সেই সমস্ত শিশুদের কথা বলতে, গত সাড়ে ১৫টি বছর যাদের চোখের কোণায় আমি পানি দেখিনি, আমি রক্ত দেখেছি।’ তিনি উল্লেখ করেন, এই দীর্ঘ সময়ে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, শিশুরা হারিয়েছে তাদের পিতাকে।

গুম থাকার সময়ে ব্যারিস্টার আরমানের পরিবারের করুণ পরিস্থিতির কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘আমি যখন আরমানের মায়ের কাছে ফোন করতাম, তিনি ধরা গলায় জিজ্ঞেস করতেন, আমার আরমানের কোনো খবর আছে? সে কি বেঁচে আছে।’

সবচেয়ে হৃদয়বিদারক বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আরমানের অবুঝ দুই শিশু যখনই ফোনে রিং হতে শুনত, তারা দৌড়ে এসে বলত, ‘দাদু, এটা কি আব্বুর ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও।’ এই স্মৃতিচারণ করার সময় ডা. শফিকুর রহমান অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং উপস্থিত জনতাকেও অশ্রুসিক্ত হতে দেখা যায়।

শহীদ মীর কাসেম আলীর ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক ছিলেন। তিনি এদেশের যুবসমাজের ভাগ্য বদলানোর কারিগর ছিলেন।’

তিনি জানান, মীর কাসেম আলী যখন বিদেশে ছিলেন, তখন তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমার নেতারা যদি জুলুম সহ্য করতে পারেন, আমি মীর কাসেম আলীও পারব। আমি প্রমাণ করব আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

হকের ওপর দাঁড়িয়ে নিশ্চিত মৃত্যু জেনেও তার এই ফিরে আসাকে ডা. শফিকুর রহমান এক অনন্য আত্মত্যাগ হিসেবে বর্ণনা করেন।

জামায়াতের ১১ জন শীর্ষ নেতার ফাঁসির প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের একমাত্র অপরাধ ছিল তারা আল্লাহর ওপর ঈমান এনেছিলেন। বিচারের নামে চরম অবিচার করে তাদের খুন করা হয়েছে।’ তিনি দাবি করেন, ফাঁসির তক্তার সামনে দাঁড়িয়েও তারা কাঁদেননি, বরং 'জান্নাতি হাসি' মুখে নিয়ে শাহাদাত বরণ করেছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং হাদির কথা স্মরণ করেন। তিনি তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করে বলেন, ‘তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়ে যাব। দুনিয়ার মাটিতে তোমাদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ।’

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করেন যে, তিনি কেবল জামায়াতের বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের মুক্তি এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে 'দাঁড়িপাল্লা' প্রতীকের বিজয় চান। সভা শেষে তিনি গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পর্দায় আসছে মানালি ও সব্যসাচীর নতুন জুটি! Jan 29, 2026
img
মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না : সারজিস Jan 29, 2026
img
ঠিকাদারি বিলের ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেয়র-প্রকৌশলী-সচিবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Jan 29, 2026
img
সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি Jan 29, 2026
img
ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর Jan 29, 2026
img
ছোটবেলা থেকেই বাসন মাজতে ভালোবাসি, ওটা করেই আমি সবচেয়ে শান্তি পাই!: মিমি চক্রবর্তী Jan 29, 2026
img
আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার খবর উড়িয়ে দিলো পাকিস্তান Jan 29, 2026
img
জামায়াতের নারী সমাবেশ স্থগিত Jan 29, 2026
img
এবার থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল সব আরোহীর Jan 29, 2026
img
লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কলম্বিয়ার প্রেসিডেন্টের Jan 29, 2026
img
চীনের ফুটবলে ৭৩ জনের আজীবন নিষেধাজ্ঞা Jan 29, 2026
img
একটি দল জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে: নাহিদ ইসলাম Jan 29, 2026
img
তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানি হয়েছে: প্রেস সচিব Jan 29, 2026
img
পর্তুগালে শক্তিশালী ঝড়ে প্রাণ গেল ৫ জনের, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮ লাখের বেশি বাসিন্দা Jan 29, 2026
img
দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট Jan 29, 2026
img
আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার! Jan 29, 2026
img
রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত Jan 29, 2026
img
আগে ’৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল Jan 29, 2026
img
শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় মাউশির নতুন নির্দেশনা জারি Jan 29, 2026
img
ভারতই চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক: আশরাফুল Jan 29, 2026