বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ফেনীতে আসছেন আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি)। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসনে জামায়াত জোটের প্রার্থীদের প্রচারণায় শুক্রবার সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান এসব তথ্য জানান। জামায়াত আয়োজিত বিশাল জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমিরে জামায়াতের সঙ্গে ফেনীর বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কথা হয়েছে। বিশেষ করে ফেনীতে একটি মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, নদী ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা, সেনানিবাস স্থাপন, মুছাপুর রেগুলার পুনর্নির্মাণ, সোনাগাজীর অর্থনৈতিক জোন চালু, লালপোলে ফ্লাইওভার নির্মাণসহ সব সমস্যার সমাধানে তার উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে।’
নির্বাচনের পূর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, হামলা নাশকতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্বিকার ভাব জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।’
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, জামায়াতের আমির সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ফেনীর পুরাতন বিমানবন্দরের হেলিপ্যাডে অবতরণ করবেন।
সকাল ৮টা থেকে জনসভার কাজ শুরু হবে। সকাল ১০টায় আমিরে জামায়াত তার মূল্যবান বক্তব্য দেবেন।
জনসভায় আরো বক্তব্য দেবেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ, মো. তাহের, ঢাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, চাকসু ভিপি, ফেনীর তিন আসনের প্রার্থীসহ আরো অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এমআর/টিকে