নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার একটা পরিকল্পনা হচ্ছে : মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে যত কথাই বলুক আমি স্পষ্ট বুঝতে পারছি, যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগের আজিজ সুপারমার্কেট অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এদিন কাটাবন, এলিফ্যান্ট রোড এবং শাহবাগ মোড়ের আশপাশে ধানের শীষের জন্য ভোট চেয়ে তিনি গণসংযোগ করেন।

সভায় মির্জা আব্বাস বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই, আমার দেশের জনগণ একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ লোককে ভোট দেবেন। কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন।

ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, খুনি হোক, মজুর হোক; যেই হোক ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে দেশের একটি গ্রুপ। ওই যে ২০০৮ সালে নির্বাচন হয়েছিল, খেয়াল আছে? ভোট হলো না, কিন্তু একটি দল জয় লাভ করল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে।

আগে নির্বাচন করেছি, আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে হাতে নিয়ে তারপরে ঘরে ফিরেছে। রাত্রি ৭-৮টার সময়। আর এখন বলছে নির্বাচনের ফলাফল পেতে দুই-তিন দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে, যারা এখনো আওয়ামী লীগের কাজ করে।

যারা ঘাপটি মেরে বসে আছে।তারা চায় প্রথমে নির্বাচন না হোক। আর যদি হয় তাহলে বিএনপি যাতে জিততে না পারে। বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করছে।

তিনি বলেন, একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে। আসলে দেশে এবং বিদেশে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, সকলেই দেশ প্রেমিক নয়। এটা বুঝতে হবে। দেশের জন্য প্রেম থাকলে দেশে আসেন না কেন? দেশে আসেন। দেশে এসে নির্বাচন করেন। জনগণের মনোভাব বুঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে-বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, সেই চেষ্টা তারা করছেন। আর তাদেরই বাচ্চা-কাচ্চারা ঢাকায় বসে সকাল দুপুর সন্ধ্যা, সারাদিনে যতবার আল্লাহর নাম নেয়; তারা চেয়ে ১০০০ ভাগ বেশির নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। সারাদিন তাদের মুখে মিথ্যা কথা ফুটতেই থাকে। আবার তারা বলে, তারা নাকি মাদরাসায় লেখাপড়া করেছে।

তাহলে কি ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের আর মাদরাসায় পাঠাতে পারব না? মাদরাসায় গিয়ে কি মানুষ মিথ্যা বলা শেখে? মাদরাসায় মানুষ ধর্মীয় শিক্ষা পায়, সত্য শিক্ষা পায়। সেখানে গীবত কী, মিথ্যা কী এসব শেখানো হয়। গীবত ও মিথ্যা বলা নিষেধ করা হয়। অথচ এরা মাদরাসায় পড়ে সকাল-দুপুর-সন্ধ্যা মিথ্যা কথাই বলে যাচ্ছে।

এর আগে নির্বাচিত হয়ে কী কী করেছেন, তার কিছু অংশ তুলে ধরে সাবেক এই মন্ত্রী। তিনি জানান, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তার নির্বাচনী এলাকার মানুষের জন্য চাকরির ব্যবস্থা, খেলার মাঠ, কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন আমিনুল হক Jan 29, 2026
img
বর্ণাঢ্য আয়োজনে ‘গ্যালাক্সি বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড Jan 29, 2026
img
আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করল ইইউ Jan 29, 2026
img
মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান Jan 29, 2026
img
৫০০ কোটি না হলে বর্ডার ২ দেখব না: সুনীল শেঠি Jan 29, 2026
img
আগামীকাল এনসিপির ইশতেহার ঘোষণা Jan 29, 2026
img
ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া Jan 29, 2026
img

নিপা ভাইরাস

বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া Jan 29, 2026
img
বিশ্বের বৃহত্তম আকাশচুম্বী ভবন ‘মুকাআব’ নির্মাণ প্রকল্প স্থগিত করল সৌদি আরব Jan 29, 2026
img
৩ ফরম্যাটেই নতুন অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার Jan 29, 2026
img
লরিতে করে ফ্রান্সে যাওয়ার চেষ্টা, ২৩ বাংলাদেশি উদ্ধার Jan 29, 2026
img
চাঁদপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শোকজ Jan 29, 2026
img

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

সেরা নায়ক আফরান নিশো, সেরা নায়িকা পুতুল Jan 29, 2026
img
জামায়াত নেতৃত্ব হাতে নিয়ে আমাদের ব‍্যবহার করতে চেয়েছিল: রেজাউল করীম Jan 29, 2026
img
নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে : প্রেস সচিব Jan 29, 2026
img
পারমাণবিক চুক্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাশিয়া Jan 29, 2026
img
টাবু নিজ থেকে চাইছে আমার ১০০ তম সিনেমার অংশ হতে: নাগার্জুনা Jan 29, 2026
img
নেতানিয়াহুর ফোনের ক্যামেরা কেন টেপে ঢাকা, নিরাপত্তা নাকি অন্য কারণ? Jan 29, 2026
img
২৬৫০ দিনের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাকিস্তানের Jan 29, 2026
img
দিনাজপুরে ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন Jan 29, 2026