বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নারী স্বাধীনতায় বিশ্বাস করে না এবং জাতীয় সংসদে একজন নারী প্রার্থীও দেয়নি, যা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অস্বীকার করার শামিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা চরনদ্বীপে বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশ ও সমাজ গঠনে নারী-পুরুষ উভয়ের সমান ভূমিকা রয়েছে। নারীদের পর্দা ও মর্যাদা বজায় রেখে প্রশিক্ষণ, ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি।’
এ সময় তিনি অভিযোগ করেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাইছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জান্নাত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। কোনো ব্যক্তি বা দল জান্নাত বণ্টন করতে পারে না।’
তিনি বলেন, ‘কবরে প্রশ্ন হবে মানুষের রব, দ্বীন ও রাসূল সম্পর্কে; কোনো দল বা নির্বাচনী প্রতীকের বিষয়ে নয়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অনুচিত।’
সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক দল তাদের কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করবে, আর জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। বিএনপি তাদের কর্মসূচি উন্মুক্তভাবেই জনগণের সামনে তুলে ধরেছে।’
পিএ/টিএ