২০০৮ সালের মতো আগামী ১২ তারিখের নির্বাচনেও ধানের শীষ মার্কায় ৬৮০ ভোট ধরিয়ে দেবে হাতিয়ার মানুষ—এমন মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চরকিং সাব-বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, হাতিয়াকে আর বর্গাচাষী ও বহিরাগতদের কাছে তুলে দেয়া হবে না। হাতিয়ার নেতৃত্ব দেবে হাতিয়ার সন্তানরাই।
তিনি দাবি করেন, এর প্রমাণ মিলেছে ২০০৮ সালের নির্বাচনে যখন ধানের শীষ মার্কায় মাত্র ৬৮০ ভোট পড়লেও সেই সময় ধানের শীষের পক্ষে বড় বড় মিছিল দেখা গিয়েছিল। ফলাফল আপনারাই দেখেছেন। সুতরাং এবারও ইনশাআল্লাহ একই চিত্র দেখা যাবে।
তিনি আরও বলেন, চোরদের জায়গা এই হাতিয়ায় হবে না। নতুন করে হাতিয়া গড়তে চাইলে শাপলা কলি প্রতীকে ভোট দিতে হবে।
বিএনপির অধিকাংশ ভোট শাপলা কলিতেই পড়বে উল্লেখ করে তিনি বলেন, অনেকে রাতের আঁধারে এসে কানে কানে এই কথাই বলে যায়। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে ভয় না পেয়ে প্রকাশ্যে হাতিয়ার আত্মমর্যাদা রক্ষার স্বার্থে শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা মাস্টার শাখাওয়াত হোসেন, হাতিয়া উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামত উল্লাহ নিরবসহ স্থানীয় নেতাকর্মীরা।
পিএ/টিএ