গত ১৫ বছরে দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচন নিশ্চিত করবে আগামি দিনের সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিমূলক হবে কী না। নির্বাচন নিয়ে তাই সতর্ক থাকতে হবে। ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশ কোন দিকে যাবে।
তারেক রহমান বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি বগুড়াকে মডেল জেলায় রুপ দিয়েছে। সেই অনুসারেই বাকি ৬৩ টি জেলাকে সাজানোর পরিকল্পনা করেছিল বিএনপি। শুধু বগুড়া নয়, গত ১৭ বছর গোটা বাংলাদেশই বঞ্চিত হয়েছিল।
তিনি আরও বলেন, ১৫ বছর ধরে সমগ্র দেশ বঞ্চিত ছিল। দেশ পরিচালনার সুযোগ পেলে সমগ্র দেশকে সাথে টানতে হবে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়নি, কৃষি, শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। যেভাবেই হোক দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। ের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
আইকে/টিকে