রাজধানীর মহাখালীতে একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকার পাঁচতলা ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। জনবহুল এলাকা হওয়ায় এবং আগুনের তীব্রতা বেশি থাকায় পার্শ্ববর্তী ইউনিটগুলোকেও তলব করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের খবর ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই তাড়াহুড়ো করে ভবন থেকে নিচে নেমে আসেন।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এবি/টিকে