শুরুতেই হাড় কাঁপানো শীতের পর বেশ কয়েকদিন ধরেই শীতের তীব্রতা তেমনভাবে অনুভব করা যাচ্ছিলো না। তবে আবহাওয়া নিয়ে আবারও এলো নতুন সংবাদ। বার্তা অনুযায়ী সারাদেশের তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়াও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবারের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
তৃতীয় দিনে প্রায় অপরিবর্তিত আবহাওয়া থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তবে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। পরের দিন ২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ৩ ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রা।
এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসকে/টিকে