নিজের ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার রক্ষার দায়িত্ব জনগণকেই নিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়। ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হলে প্রতিটি মানুষকে নিজের দায়িত্ব বুঝতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এসব দুর্নীতির দায় আজ সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।
তারেক রহমান অভিযোগ করে বলেন, এখনও কিছু মহল পরিকল্পিতভাবে ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা বিভিন্ন লোকজন দিয়ে সাধারণ মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
জনসভা থেকে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়। সাহস নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতে হবে। জনগণের শক্তিই পারে দেশে সত্যিকারের পরিবর্তন আনতে।
জনসভা শেষে টাঙ্গাইলের ৮টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তিনি।
টিজে/টিকে