চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি নৌকা সাঙ্গু নদীতে ডুবে গেছে। এতে অন্তত ১৪ জন নেতাকর্মী নৌকায় ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীকে উদ্ধার করা হয়। তবে সাঁতার না জানা তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন নুরুল মনির, আবদুর রহমান ও আবদুল মোমেন। তারা তিনজনই আমিলাইশ ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক জানান, সাঙ্গু নদী পাড়ি দিয়ে জেলে পাড়ায় চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন নেতাকর্মীরা। নদী পারাপারের সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়। নৌকায় প্রায় ১৩ থেকে ১৪ জন নেতাকর্মী ছিলেন। স্থানীয়দের দ্রুত সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ইউটি/টিএ