মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সৌদি আরব ও পাকিস্তানের সাথে প্রস্তাবিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের যোগদানের সম্ভাবনা নাকচ হয়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি সেনাবাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি মাসের শুরুতে তুরস্কের পক্ষ থেকে এই জোটে যোগদানের বিষয়ে প্রাথমিক আলোচনার খবর পাওয়া গেলেও, সৌদি সূত্রটি এখন তা সরাসরি নাকচ করে দিয়েছেন। ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, পাকিস্তানের সাথে সৌদি আরবের বর্তমান সামরিক সম্পর্কটি সম্পূর্ণ "দ্বিপক্ষীয়" এবং এটি সেভাবেই বজায় থাকবে। এখানে তুরস্ককে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।
উপসাগরীয় অঞ্চলের অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরস্কের সাথে সৌদি আরবের সাধারণ কিছু প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও পাকিস্তানের সাথে বিশেষ এই চুক্তিটি অন্য কোনো দেশের সাথে ভাগ করে নেয়া হচ্ছে না।
এর আগে ধারণা করা হচ্ছিল যে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই তিন মুসলিম প্রধান দেশ মিলে একটি শক্তিশালী সামরিক ব্লক গঠন করতে যাচ্ছে। তবে নতুন এই তথ্যে সেই জল্পনার অবসান ঘটল।
ইউটি/টিএ