করোনাভাইরাসের টিকা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, এই ভাইরাসটির কারণে হওয়া কোভিড-১৯ রোগটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখনও কোনো কার্যকর টিকা নেই। তবে চিকিৎসা বিজ্ঞানীরা একটি কার্যকর টিকা তৈরিতে কঠোর পরিশ্রম করছেন।

করোনাভাইরাসের টিকা বা ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ?
এই ভাইরাসটি খুব সহজেই ছড়িয়ে পড়ে, ফলে বিশ্বের বেশির ভাগ মানুষ এখনও সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। ভ্যাকসিন বা টিকা মানবদেহের প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে শক্তিশালী করে তোলে, যাতে বিশেষ কোনো রোগ বা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হয়।

টিকা তৈরির অগ্রগতি কতটা?

  • ধীর গতিতে গবেষণা চলছে।
  • বিশ্বের প্রায় ৮০ টি দল টিকা তৈরির উদ্দেশ্য নিয়ে গবেষণা করছেন।
  • কিছু কিছু জায়গায় বর্তমানে করোনা ভ্যাকসিন নিয়ে ক্লিনিকাল ট্রায়াল চলছে।
  • যুক্তরাষ্ট্রের স্যাটল নগরীর বিজ্ঞানীরা গত মাসে ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষার ঘোষণা দিয়েছিল। অস্বাভাবিক হলেও এবার তারা প্রথমে কোনো প্রাণীদেহে পরীক্ষা না করে সরাসরি মানবদেহে পরীক্ষা চালাচ্ছে।
  • ফার্মাসিটিক্যাল জায়ান্ট সানোফি এবং জিএসকে একটি ভ্যাকসিন তৈরির জন্য একত্রিত হয়ে কাজ করছে।
  • অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দুটি সম্ভাব্য ভ্যাকসিন প্রাণীদেহে পরীক্ষা করেছেন, এপ্রিলের শেষের দিকে মানুষের দেহে সেগুলি পরীক্ষা করার কথা রয়েছে।
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেপ্টেম্বরের মধ্যে একটি ভ্যাকসিনের প্রায় ১০ লাখ ডোজ উৎপাদন করবেন বলে আশা করছেন এবং বর্তমান মানবদেহে এর পরীক্ষা চলছে।
  • তবে এই ভ্যাকসিনগুলির কোনটি কতটা কার্যকর হবে বা আদৌ হবে কিনা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

কখন আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন পাবো?

  • একটি টিকা কার্যকরভাবে প্রস্তুত হতে সাধারণত কয়েক বছর সময় লাগে।
  • তবে গবেষকরা অবশ্য আশা করছেন, মাত্র কয়েক মাসেই তারা সেই কঠিন কাজটি সম্পাদন করতে পারবেন।
  • বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করেন যে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে একটি কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে।
  • চারটি করোনাভাইরাস ইতিমধ্যে মানুষের মধ্যে সংক্রমিত হয়।
  • এগুলি সাধারণ সর্দি-কাশির মতো লক্ষণ সৃষ্টি করে এবং তাদের কোনোটির জন্য আমাদের কাছে এখন পর্যন্ত ভ্যাকসিন নেই।

ভ্যাকসিন তৈরিতে এখনও যা যা করতে হবে

যদিও একাধিক গবেষণা দল সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে, তবে এখনও আরও অনেক কাজ বাকী রয়ে গেছে। সেগুলো হলো-

  • পরীক্ষার মাধ্যমে ভ্যাকসিনটি যে নিরাপদ তা প্রমাণ করতে হবে। এটি রোগের চেয়েও বেশি সমস্যা সৃষ্টি করলে তখন কার্যকর হিসেবে বিবেচিত হবে না।
  • ক্লিনিকাল ট্রায়ালগুলিতে এই টিকাটির কার্যকারিতা প্রমাণ করতে হবে অর্থাৎ মানুষকে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করবে তা প্রমাণ করতে হবে।
  • বিপুল পরিমাণে ভ্যাকসিন তৈরির একটি উপায় বের করতে হবে। কারণ কোটি কোটি ডোজের প্রয়োজন পড়বে।
  • ওষুধ নিয়ন্ত্রকসংস্থা কর্তৃক অনুমোদন লাভ করতে হবে।

কত লোককে টিকা দেয়ার দরকার পড়বে?

ভ্যাকসিনটি কতটা কার্যকর হতে চলেছে তা না জেনে একথা বলা শক্ত। তবে গবেষকরা বলছেন, কোভিড-১৯ রোগটির সহজে ছড়িয়ে পড়া বন্ধ করতে প্রায় ৬০-৭০ শতাংশ মানুষের দেহে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার। ভ্যাকসিনটি যদি পুরোপুরি কাজ করে তবে বিশ্বজুড়ে কয়েক বিলিয়ন মানুষকে এটি দেয়া হতে পারে।

একটি টিকা কি সব বয়সের মানুষকেই রক্ষা করবে?

খুব সম্ভবত এটি বয়স্ক ব্যক্তিদের দেহে কম কাজ করবে। কারণ, বয়স্ক লোকদের প্রতিরোধ ব্যবস্থা টিকাদানের ক্ষেত্রেও তেমন একটা সাড়া দেয় না। অতীতে দেখা গেছে ফ্লুয়ের টিকা বয়স্কদের শরীরে খুব একটা কাজ করে না।

কারা এই টিকা পেতে পারেন?

যদি কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়, তাহলে প্রথম দিকে এর সরবরাহ কম থাকবে। তাই প্রাথমিকভাবে কোভিড-১৯ রোগীদের নিয়ে কাজ করছেন এমন স্বাস্থ্য কর্মীদের এই টিকা দেয়া হতে পারে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই রোগটি সবচেয়ে মারাত্মক, তাই তাদের দেহে এই ভ্যাকসিন কার্যকর হলে তাদেরকেও অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও যারা কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে এসেছেন, বিশেষত পরিবারের সদস্যরা, তাদেরকে এই টিকা দেয়া হতে পারে। তথ্যসূত্র: বিবিসি

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন তারেক রহমান Sep 14, 2025
তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশের ডাক রুহুল কবির রিজভীর Sep 14, 2025
img
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ফরিদা পারভীনের মরদেহ Sep 14, 2025
জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল Sep 14, 2025
img
অক্টোবরেই মুম্বাইয়ে শুরু হচ্ছে বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫ Sep 14, 2025
img
নির্বাচনে একবারের জন্য আমাদের ক্ষমতায় এনে পরীক্ষা করুন: মুফতি ফয়জুল করীম Sep 14, 2025
img
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিবির সভাপতির কর্মসূচি ঘোষণা Sep 14, 2025
img
কাবুলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Sep 14, 2025
img
ইনস্টাগ্রামে বলিউড গানে নতুন ধাঁধার খেলা Sep 14, 2025
img
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে Sep 14, 2025
img
ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-মির্জা ফখরুলের শোক Sep 14, 2025
img
সুপার ফোরের আশা আছে, ট্রফি জিততেই এসেছি: জাকের Sep 14, 2025
img
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন Sep 14, 2025
img
নেপালিরা আমাদের চেয়ে বুদ্ধিমান, কম মতলববাজ : মাসুদ কামাল Sep 14, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার চারজন Sep 14, 2025
img
আল্লাহ চাননি আমি নির্বাচিত হই, হয়তো ভালো কিছু রেখেছেন: আরিফ উল্লাহ Sep 14, 2025
img
লন্ডনে হামলার শিকার উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট Sep 14, 2025
img
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, নিন্দা জানালো সরকার Sep 14, 2025
img
বাধ্য হয়ে ভারতকে ইলিশ দিতে হচ্ছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা Sep 14, 2025
img
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Sep 14, 2025