সহবাসের মাধ্যমে করোনা ছড়ানোর শঙ্কা বিজ্ঞানীদের

কোভিড-১৯ রোগ থেকে সদ্য সেরে ওঠা পুরুষদের শুক্রাণুতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে একদল চীনা গবেষক। এমনকি সুস্থ হওয়ার পরও শুক্রাণুতে করোনার উপস্থিতি থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।

এই গবেষণা থেকে চীনের বিজ্ঞানীদের শঙ্কা, সহবাসে ভাইরাসটির সংক্রমণ ঘটতে পারে।

গবেষণায় চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসা নেয়া ৩৮ পুরুষকে নমুনা হিসেবে নেয়া হয়। তাদের মধ্যে ৬ জনের শুক্রাণুতে করোনার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা, যার হার ১৬ শতাংশ। এদের এক-চতুর্থাংশই তখন মারাত্মক সংক্রমণের পর্যায়ে এবং প্রায় ৯ শতাংশ সেরে ওঠার পর্যায়ে ছিলেন বলে গবেষকরা জানান।

এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশ করা হয়েছে। খবর: দ্য গার্ডিয়ান

গবেষকরা বলছেন, যেহেতু স্বল্পপরিসরে এ গবেষণা চালানো হয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না যে, যৌন সম্পর্কের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা? এজন্য আরও গবেষণা প্রয়োজন। চীনা গবেষক দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি প্রমাণ হয় যৌন সম্পর্কের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত হয়, তাহলে এটি হবে এ মহামারীর সবচেয়ে সংকটের বিষয়।

 

টাইমস/জিএস

Share this news on: