মায়ের জার্সিতে ভাগ্য বদল রাজশাহীর

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হার দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল রাজশাহী কিংস। এরপর পাঁচ ম্যাচ খেলে জয় পেয়েছিল মাত্র দুটিতে। বুধবার মায়েদের নামের জার্সি পড়ে সেই ঢাকাকেই ২০ রানে হারিয়ে মায়েদের জয়টা উৎসর্গ করল মিরাজের দল।

এর আগে চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়ে রীতিমতো উড়ছিল সাকিবের ঢাকা ডায়নামাইটস। কিন্তু রাজশাহীর বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় এই আসরে প্রথম হারের স্বাদ পেল সাকিব আল হাসানের দল। অপরদিকে সর্বশেষ খুলনার বিপক্ষে ম্যাচে হেরেছিল রাজশাহী। ‘মায়েদের অনুপ্রেরণায়’ দুর্দান্ত জয়ে ধারায় ফিরল দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে ২০ ওভার খেলে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১১৬ রান তুলতে সক্ষম হয় ঢাকা।

ম্যাচ হারলেও লিগ টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। ৫ ম্যাচের ৪টিতে জয় ও এক হারে তাদের পয়েন্ট ৮। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয় ও সমান হারে সাত দলের মধ্যে চারে রয়েছে রাজশাহী কিংস।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৩৬/৬ (মিরাজ ১, শাহরিয়ার ২৫, মার্শাল ৪৫, ডেসকাট ১৬, জাকির ২০, ইয়োঙ্কার ৯*, প্রসন্ন ২, উদানা ৩*; রাসেল ৩-১-১৭-১, রুবেল ৩-০-১৭-০, সাকিব ৪-০-২৯-১, নারাইন ৪-০-১৯-৩, আসিফ ২-০-১৫-০, আলিস ৪-০-২৯-১)।

ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১১৬/৯ (জাজাই ৬, নারাইন ১, রাসেল ১১, রনি ১৪, সাকিব ১৩, পোলার্ড ১৩, নাঈম ১৭, সোহান ২১, রুবেল ০, আসিফ ৬*, আলিস ০*; উদানা ৪-০-৩৬-১, মিরাজ ৩-০-১৮-২, সানি ৪-১-৮-৩, রাব্বি ৪-০-২৪-১, মুস্তিাফিজ ৪-০-১৯-১, প্রসন্ন ১-০-৯-০)।

ফল: রাজশাহী কিংস ২০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আরাফাত সানি

 

আরও পড়ুন...

ঢাকাকে ১৩৭ রানের টার্গেট দিল রাজশাহী

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ