তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন মৃত্যু মিছিলে যোগ হচ্ছে হাজার হাজার মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসের ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। তাদের গবেষণায় করোনার ওষুধ ও টিকা নিয়ে নিত্যনতুন দিক উঠে আসছে।

এবার তামাক পাতা থেকে প্রতিষেধক তৈরির দাবি করেছে সিগারেট কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ইতোমধ্যে তারা করোনার প্রতিষেধক তৈরি করেছে। এখন শুধু মানুষের শরীরে পরীক্ষা চালানো বাকি। খবর খালিজ টাইমস

এক বিবৃতিতে বিখ্যাত লাকি স্ট্রাইক সিগারেট উৎপাদনকারী সংস্থা শুক্রবার দাবি করেছে, প্রি-ক্লিনিক্যাল টেস্টে তাদের আবিষ্কৃত প্রতিষেদক সুফল দেখিয়েছে।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতি পেলেই জুন মাসের শুরু থেকে এটি মানুষের শরীরে পরীক্ষার কাজ শুরু করতে পারে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দাবি, প্রথাগত পদ্ধতির থেকে এ পথে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব। কয়েক মাসের বদলে এ ক্ষেত্রে লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ।

তবে তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে মানে তামাকজাত দ্রব্য করোনা মোকাবেলায় সাহায্য করবে, এমনটি কিন্তু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল, তামাকজাত দ্রব্য করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ