১৫০ পরিবারকে ঈদ উপহার দিল ইচ্ছা ফাউন্ডেশন

করোনা ভাইরাস পরিস্থিতিতে গৃহবন্দী ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ইচ্ছা ফাউন্ডেশন।

বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করে ইচ্ছা ফাউন্ডেশন।

এই ঈদ উপহার প্যাকেজটিতে রয়েছে- চাউল ৫ কেজি, পোলাও চাউল ১ কেজি, মুশুরির ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধ (২০০ গ্রাম) ১ প্যাকেট ও সাবান ২ পিস।

ইচ্ছা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা মো. নুরুল ইসলাম সোহেল বলেন, আমরা অনেকদিন যাবত বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করছি। করোনা ভাইরাসের এই দুঃসময়েও অনেকে আমাদের কাছে সহযোগিতা চায়। সম্প্রতি সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোরশেদ আলম সাহেব আমাদের ১৫০ প্যাকেজ খাবার মানুষের মাঝে বিতরণ করার জন্য বলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ