ফরিদপুরে বিনামূল্যে সেনাবাহিনীর এক মিনিটের বাজার

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীরের উদ্যোগে ফরিদপুরে পরিচালিত হয়েছে বিনামূল্যের এক মিনিটের সম্প্রীতির বাজার। এই বাজার থেকে ৫ শতাধিক ক্রেতা বিনামূল্যে কিনতে পেরেছেন নিত্য প্রয়োজনীয় ৮টি পণ্য।

শনিবার দুপুর ১২টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এরপর থেকে শুরু হয় বাজারের বেচাকেনা।

এ বাজার থেকে ক্রেতারা পেয়েছেন পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবণ, বেগুন, মিষ্টি কুমড়ো ও আটা।

সাভার সেনানিবাসের ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত ইউনিট (২৮ ব্রিগেড) এর অধিনায়ক লে. কর্নেলে মো. মাসুদ পারভেজ জানান, সুপার সাইক্লোন আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরের কৃষকদের সাহায্যার্থে এ বাজারের আয়োজন করেছেন সেনা সদস্যরা। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের দিক নির্দেশনায় ফরিদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনারা প্রথমে জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে আনেন। সেই পণ্য নিয়েই আজকের সম্প্রীতির বাজার। যেখান থেকে ৫ শতাধিক দুস্থ পরিবার ১ মিনিটেই বাজার নিয়ে যেতে পারবেন আর এজন্য তাকে কোনো মূল্য দিতে হবে না।

জানা গেছে, শেখ জামাল স্টেডিয়ামে ২৪টি টেবিল জুড়ে বসানো হয়েছে বাজার। এসব টেবিলে রাখা হয়েছে উল্লেখিত পণ্যের সমাহার। নির্দিষ্ট ক্রেতাগণ বাজারের প্রবেশ করার সময়েই সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন। তারপর তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হয়েছে রশি দিয়ে ঘেরা বাজারে। সামর্থ্যবানেরা নিজেরাই ব্যাগ নিয়ে তাতে ভরে নিচ্ছেন নানা পণ্য। আর বৃদ্ধ, প্রতিবন্ধী কিংবা দুর্বলদের ব্যাগ নিয়ে তাতে মাল-সামানা ভরে রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা।

শহরের হাবেলী গোপালপুর থেকে আগত নূরজাহান নামে একজন বয়োবৃদ্ধ ক্রেতা জানান, বাজারের কথা জেনে সকালে ফজর নামাজ পড়েই তিনি এখানে চলে এসেছেন। এখন এই দুর্দিনের সময়ে বিনামূল্যে এসব জিনিসপত্র পেয়ে তিনি দারুণ খুশি।

এর আগে ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের নিকট থেকে এই বাজারের জন্য সবজি সংগ্রহ করেন সেনা সদস্যরা। তারা কৃষকের ক্ষেতের সবজি তুলতে সহায়তা করতে নিজেরাই ক্ষেতে নেমে যান। সেনা সদস্যদের এই সহায়তা পেয়ে সাধারণ কৃষকেরাও দারুণ খুশি হন।

 

টাইমস/এইচইউ

Share this news on: